
চট্টগ্রামে করোনা ভাইরাসে মোঃ জহিরুল ইসলাম নামে আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মোঃ জহিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। তিনি এক পুত্র ও এক কন্যার পিতা ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর বিষয়টি নিশ্চিত করে পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
সিএমপি সুত্র জানায়, দায়িত্ব পালনকালে কনস্টেবল জহিরুল ইসলাম গত ৬ ডিসেম্বর করোনা ভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।
এ নিয়ে সিএমপির এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) চট্টগ্রামের মোট ছয়জন পুলিশ সদস্য করোনাভাইরাসে মারা গেছেন।