
চট্টগ্রামে অস্ত্র (রিভলবার) বিক্রি করার সময় এক পুলিশ কনেস্টেবলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সৌরভ বড়ুয়া চট্টগ্রামে শিল্প পুলিশে কর্মরত বলে জানাগেছে।
এ ঘটনায় আজ শনিবার সিএমপির কোতোয়ালী থানায় মামলা করেছে ডিবি পুলিশ। ডিবির উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন পাঠক ডট নিউজকে বলেন, শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে সৌরভ বড়ুয়া নামে একজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। অস্ত্র বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছেন রাঙ্গুনিয়ার এক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করেন।