
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্বের আহবায়ক কমিটিকে পূর্ণঙ্গ কমিটি করার এক মাসের মাথায় ফের নতুন একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এবার মোঃ সাইফুল আলমকে আহবায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব গতকাল (২৬ ডিসেম্বর) রাতে এ নতুন কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রিয় সংসদ। নতুন এ আহবায়ক কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহবায়কে এবং ৩৫ সদস্য করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক যারা-
এইচএমএম আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ সালাহ উদ্দীন সাহেদ, মো. সামিয়াত আমিন চৌধুরী জিসান, জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ, মো. আরিফুর রহমান মাস্টার আরিফ, জহির উদ্দীন বাবর, মোহাম্মদ আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, মো. সাব্বির আহমেদ, এমএ হাসান বাপ্পা, মো. রাজিবুল হক বাপ্পী, মো. মাহামুদুর রহমান বাবু, মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাছ, মো. জাহেদ হোসেন খাঁন জসি, মো. নূর নবী মহররম, নূর জাফর নাঈম রাহুল, মো. ফখরুল ইসলাম শাহীন।
কমিটির সদস্য যারা-
মো. নজরুল ইসলাম, মো. শামসুদ্দীন শামসু, ইমরান হোসেন বাপ্পী, মো. আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মাহামুদুল হাসান রাজু, মো. কামরুল হাসান আকাশ, মো. এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, মো. আব্বাস উদ্দিন, রকি হোসেন পিচ্চি।
এর আগে গত ৩০ নভেম্বর বিএনপি নেতা গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও সেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ২৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। পরে এটিকে বর্ধিত করে ৫৮৪ সদস্য করা হয়।

গতকাল ঘোষিত নতুন আহবায়ক কমিটির মাধ্যমে গাজি সিরাজের সেই বিশাল আকারের পূর্ণাঙ্গ কমিটি এক মাসের মাথায় বিলুপ্ত হয়ে গেল।
নতুন কমিটির আহবায়ক সাইফুল আলম পাঠক ডিট নিউজকে বলেন, আগের কমিটি অস্থায়ী ভিক্তিতে করা হয়েছিল। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে যারা ছাত্রদলের পদ পদবী থেকে বঞ্চিত হয়েছিল তাদের পরিচয় দেয়ার জন্যই মূলত আগের কমিটিকে অস্থায়ী ভিক্তিতে পূর্ণাঙ্গ করা হয়েছিল। এক প্রশ্নের জবাবে সাইফুল বলেন- কেউ মানুক না মানুক কেন্দ্র ঘোষিত এই কমিটিই ছাত্রদলের মূল কমিটি। আমরা অচিরেই পার্টি অফিসে গিয়ে দলীয় কার্যক্রম শুরু করবো।