
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানাধীন জাফরাবাদ এলাকায় বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ০২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।আটককৃতরা হল,মীর আহম্মেদ ফরহাদ (২৪)ও কিরনা বেগম (২২)।
গতকাল শনিবার রাতে দক্ষিন ছলিমপুর ফকিরহাট বাজারের রিলিভার কমপ্লেক্সে “রিমেডি ইনভেস্টিগেশন সেন্টার এর সামনে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে।এমন সংবাদের চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী কাছে বিক্রয় করে আসছে।