
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,জনগণের অধিকার ও সু শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে।আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং ফ্যাসিজমের মাধ্যমে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোটাধিকার ও আইনের শাসনকেও কুক্ষিগত করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। তাই গণতন্ত্র, ভোটাধিকার, সু-শাসন, প্রতিষ্ঠার জন্য জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে আসতে হবে।
তিনি আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে আয়োজিত দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা.শাহাদাত আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ ও রক্ষা করার জন্য শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বিএনপিকে গতিশীল করতে জাসাসের ভূমিকা অপরিসীম।বর্তমান সরকারের রাষ্ট্র ও জনগন বিরোধী সব কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূন:উদ্ধারে জাসাসকে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, লাখ কিংবা কোটি টাকা দুর্নীতি করা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ডাল-ভাতের মতো। হাজার কোটি টাকার নিচে তারা কোনো দুর্নীতিই করেন না।
চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন এর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ আজিজ, বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান, জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম,এ মুসা বাবলু।
এতে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক নাজমা সাঈদ,চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী চৌধুরী, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী, জাসাসের সাবেক সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, জাসাস চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি শেখ জামিল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক ফজলুল হক মাসুদ, ওমর আলী মুন, জাবেদ আহসান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নগর জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, সৈয়দ জিয়া উদ্দীন,মঈন উদ্দিন জুয়েল, সাইদ মোঃ তারিকুল ইসলাম, খায়রুল বারী আইরিশ, নাজিম উদ্দিন আহমেদ, গোলাম মোহাম্মদ শরিফ, আব্দুল হান্নান শিবলী, নিগার সোহা, নাহিদা আলম,প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।