
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটিয়ার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিধ মরহুম শাহ নেওয়াজ চৌধুরী মন্টু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ (২৯ ডিসেম্বর) সোমবার।
এ উপলক্ষে চট্রগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে মরহুমের নিজ এলাকা ও পটিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকালে নিজ গ্রামের বাড়ি হুলাইনে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, আলোচনা ও স্মরণ সভা।
শাহনেওয়াজ চৌধুরী মন্টু চট্টগ্রাম -১২ (পটিয়া ) আসন হতে ১৯৯১(পঞ্চম) ও ১৯৯৬ (৬ষ্ঠ) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।
চট্টগ্রামের পটিয়ার এ কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর, শিল্পপতি, রাজনীতিবিদ তিনি হুলাইন ছালেহ্-নূর ডিগ্রী কলেজ, হুলাইন এয়াছিন আওলিয়া (রঃ)হামেদিয়া আবেদিয়া সিনিয়র মাদ্রাসা, হুলাইন মরহুমা জরিনা বেগম এতিমখানা, হুলাইন আমিন শরীফ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাচুরিয়া শাহনেওয়াজ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়,পূর্ব হুলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। দেশের এক কালের স্বানামধন্য শিল্প প্রতিষ্ঠান-ছালেহ গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ছিলেন। ১৯৯৭সালের ২৮ডিসেম্বর ভোর ৫.৩০মিঃ সময় তিনি চট্টগ্রাম শহরের কাতালগন্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
এদিকে মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো এবং শাহনেওয়াজ চৌধুরী মন্টু স্মৃতিসংঘ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবেন।