t সীতাকুণ্ডে ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ করে ৭ লক্ষ টাকা ছিনতাই – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ব্যবসায়ীসহ দুজনকে অপহরণ করে ৭ লক্ষ টাকা ছিনতাই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। রাতে আহত অবস্থায় উক্ত ব্যবসায়ী ও তার সঙ্গে থাকা এক ইলেকট্রিক মিস্ত্রিকে পুলিশ বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলসের গেটের সন্নিকটে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, মঙ্গলবার বিকালে সীবিচের চরপড়া মোড় এলাকার মৃত নেকবর আলীর পুত্র জসিম উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী রমজান আলী(৩৫) নামের এক ইলেকট্টিক মিস্ত্রিকে সাথে নিয়ে আগ্রাবাদ মোগলটুলী থেকে পুরাতন জাহাজের ইলেকট্রিক মেশিন ক্রয় করতে উপজেলার ভাটিয়ারীতে আসেন। এসময় কৌশলে এক মহিলা ও কয়েকজন যুবক তাদেরকে একটি কালো রঙের মাইক্রোতে তুলে নিয়ে যায়।

এদিকে রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বার আউলিয়ার হাফিজজুট মিলসের পাশে মহাসড়কের নতুন রাস্তায় একটি নির্জনস্থানে দুইটি লোক পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি এসময় ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে হাজির হয়ে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

এসময় তারা জানায় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা টাকা,মোবাইল সেট কেড়ে নিয়ে গাড়িতে করে বেশ কিছুক্ষণ ঘুরানোর পর রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে দেয়।

এব্যাপারে ব্যবসায়ী জসিম উদ্দিনের পুত্র ইসমাম শাহরিয়ার বলেন, আমার বাবা মঙ্গলবার ইলেকট্টিকের মেশিন কিনতে ভাটিয়ারীতে যায়। বিকালে তার সাথে আমার ফোনে কথাও হয়। ৪টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়, আমরা মনে করেছিলাম, চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ। বাবার সাথে একজন ইলেকট্রিক মিস্ত্রিও ছিল। রাত ১২ টার দিকে এক পুলিশ আমাকে ফোন করে বলেন, আমার বাবা রাস্তার পাশে পড়ে আছেন। তখন আমাকে বলেছেন হাসপাতালে যেতে। এটি একটি পূর্ব পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। মাইক্রোবাসে ৬ জনের একটি সংঘবদ্ধ দল ছিল। তারা আমার বাবার কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা, মোবাইল ফোন কেড়ে নেয়। তাদের দুইজনকে গাড়িতে মারধর করে এবং নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ানোর পর গাড়ি এদিক ঐদিক ঘুড়িয়ে তার পর হাফিজ জুট মিলের কাছে, মহাসড়কের পাশে নির্জন জায়গাতে ফেলে দেয়। বর্তমানে আমার বাবাসহ দুইজন চমেক হাসপাতালের ৩ তলায় ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তবে এখনও ঠিকমত সংঙ্গা ফিরে আসেনি। আমরা থানায় মামলা করবো।

ঘটনার ব্যাপারে জানতে কথা হয় সীতাকুণ্ড মডেল থানার এসআই জাহাঙ্গীর এর সাথে, তিনি জানান, ৯৯৯ নম্বরের ফোনের কল পেয়ে আমি দ্রুত হাফিজ জুট মিলসের কাছে মহাসড়কের পাশ থেকে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করি। এতো রাতে কোন অ্যাম্বুলেন্স না পাওয়ায় কুমিরা ফায়ার সার্ভিসকে ফোন করে তাদের গাড়ি এনে দুইজনকে চমেক হাসপাতালে প্রেরণ করি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print