
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এয়াকুবনগর লইট্যাঘাটার আব্দুর রাজ্জাক দোভাষ কলোনিতে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হল মো. মোসলেম উদ্দিন (৫০), মো. নুরু (৩৮), মো. আল আমিন (২৮), মো. ইউনুস (৪০), মো. মনির হোসেন (৪৮), মো. ফরহাদ (৪২) ও মো. জসিম উদ্দিন (৪২)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তারকৃতরা আব্দুর রাজ্জাক দোভাষ কলোনির মনিরের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।