
শওকত বিন আশরাফ,দক্ষিন আফ্রিকা থেকে
দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ ঠেকাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে পুলিশ প্রশাসন।সেই সাথে ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।দেশটির পুলিশ মন্ত্রী ভেকি সেলে দেশের জনগণকে আজ ৩১ ডিসেম্বর রাত ৯ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
পুলিশ মন্ত্রী আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্য বলেছেন,করোনার দ্বিতীয় সংক্রমণ ঠেকাতে গত সোমবার থেকে দেশে ১৪ দিনের লকডাউন চলছে।সেই সাথে কারফিউ জারি রাখা হয়েছে।আজ ৩১ ডিসেম্বর দেশের কোন জায়গায় কোন নাগরিক নববর্ষ উদযাপন করতে পারবেনা।দেশের সকল নাগরিককে ৩১ ডিসেম্বর রাত ৯ টার মধ্যে ঘুমিয়ে যেতে বলেছে পুলিশ মন্ত্রী।
এছাড়া দেশের সকল পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেছেন,দেশের কোন নাগরিক যদি পাবলিক প্যলেসে মাস্ক পরিধান না করে তাহলে সাথে জরিমানা এবং কারাদণ্ড দিতে হবে। কারফিউ চলাকালীন রাত ৯ টা এবং সকাল ৬ টার আগে কোন নাগরিককে রাস্তায় পাওয়া গেলে অর্থদন্ড এবং কারাদণ্ড প্রদান করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮ টার মধ্যে বন্ধ না করলে তৎক্ষনাৎ জেল জরিমানা দিতে পুলিশকে নির্দেশ দোওয়া হয়েছে।এই সময় কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দূর্নীতি করে এবং অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পুলিশ মন্ত্রী।
আজ ৩১ ডিসেম্বর রাত ৯ টার মধ্যে নাগরিকদের ঘুমানোর নির্দেশ দেওয়ায় পুলিশ মন্ত্রীর ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ দক্ষিণ আফ্রিকা কোন কারাগার নয় যে ঘুমানোর সময় পুলিশ মন্ত্রী জানিয়ে দেবে? এসব লিখে সমালোচনা চলছে।