
চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালারপোল এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথরবাহী একটি নৌযান ডুবে গেছে। এতে দুইজন পাথর শ্রমিক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তারা হলেন-আবুল কালাম মুন্সী ও রহমত আলী। ডুবে যাওয়ার পর স্থানীয়রা ২৭ জনকে জীবিত উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকার একটি পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই নৌযান ডুবে গেছে। এ ঘটনায় দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
জানাগেছে, নির্মাণাধীন একটি সেতুর জন্য নগরীর মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল নৌযানটি। এ সময় ওই নৌযানে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। এর মধ্যে ২৭ জন উদ্ধার হলেও দুই জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।