
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মো. আবুল কালাম মুন্সি (৫০) নোয়াখালীর সুবর্ণচরের সৈয়দ আহমদের ছেলে।
আজ বুধবার (৩ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কর্ণফুলি নদীর পটিয়ার কালারপোল এলাকা থেকে আবুল কালাম মুন্সির লাশ উদ্ধার করেছে।
ট্রলার ডুবির ঘটনায় রহমত আলী নামে এখনো আরেও একজন নিখোঁজ রয়েছেন বলে জানাগেছে।
আরও খবর: কর্ণফুলী নদীতে পাথর বোঝাই নৌযান ডুবে ২ শ্রমিক নিখোঁজ
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম বলেন, আজ সকালে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার করি। এখনো নিখোঁজ রয়েছেন শ্রমিক রহমত আলী।তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।’
এর আগে গতকাল মঙ্গলবার (২ মার্চ) ভোর আনুমানিক ৩ টার দিকে কর্ণফুলীর নদীর কালারপোল এলাকায় ঘনকুয়াশার কারণে ভেঙ্গে যাওয়া একটি ব্রীজের পরিত্যক্ত পিলারের সাথে ধাক্কা লেগে পাথর বোঝাই ট্রলারটি ডুবে যায়।
এ সময় ওই ট্রলারে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। ২৯ জনের মধ্যে ২৭ জন সাঁতরে উঠতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হন।