
চট্টগ্রামে গতকাল শনিবার চট্টগ্রামে ১ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ৩৫ হাজার ৫৫২ জন।নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৫৪ জন এবং উপজেলায় ৯ জন।
এইদিন করোনার টিকা নিয়েছেন ৯ হাজার ৮৬৬ জন। এর মধ্যে নগরীর ৬ হাজার ৪০৫ জন এবং উপজেলায় ৩ হাজার ৪৬১ জন। চট্টগ্রামে মোট টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ২৪ হাজার ৫২৭ জন।
রোববার (৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে ৮৬২টি নমুনা পরীক্ষায় ১৭ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৬৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গতকাল জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪১টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।