
মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন ও প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগমসহ জাপা ও বিকল্প ধারার অন্তত ২০ জন নেতাকর্মী ।
শনিবার (১৩ ই মার্চ) জাতীয প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা যোগদান করেন। মাহমুদুর রহমান মান্না তাদের বরন করে নেন।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না দলে যোগদান করার জন্য এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেনসহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তিনি বলেন, আপনাদের যোগদান নাগরিক ঐক্যকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করবে। তিনি বলেন নাগরিক ঐক্য কোন ছোট দল নয়। শুধু ঢাকা শহরে আমাদের হাজার হাজার নেতাকর্মী রয়েছে। সরকার আমাদের আমাদের অনুমতি দিক, স্বাধীনভাবে সমাবেশ করতে পারলে দেখিয়ে দেবো আমাদের সাথে কত লোক আছে।

তিনি বলেন, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার একমাত্র পথ গণ আন্দোলন। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই দখলদার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব মুকুল, ডা. জাহেদ উর রহমান, সাকিব আনোয়ার, সাকিব আলী, আবু তালেব দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যে যোগদানকৃতদের মধ্যে রয়েছেন, রাজধানী শ্যামপুর থানা বিএনপির সাবেক নেতা মোশারফ হোসেন, শ্যামপুর মহিলা দল নেত্রী রুনা আকতার, ছাত্রদল নেত্রী আরেফা বেগম, বিকল্পধারার কোষাধক্ষ্য মাহফুজুর রহমান টিটু, তৌহিদুল ইসলাম, আতিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীসহি বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।