
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছে আমিনুল ইসলামের (৩৮) নামে এক ট্রাকের হেলপার। এঘটনায় গুরতর আহত হয়েছে ট্রাক চালক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) ভোর রাতে সাবেক এমপি জিন্না সাহেবের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফিরোজ পাঠক ডট নিউজকে বলেন, ট্রাক চালক ও হেলপারে রাতে রাস্তার পাশে গাড়ী পার্কিং করে ঘুমিয়েছিল। ভোর রাতে পিছন দিকে থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে হেলপার আমিনুল ঘটনাস্থলে নিহত হয়।