
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় কিশোর গ্যাং এর হাতে খুন হয়েছে মো. হাসেম (৩৩) নামে এক যুবক।
আজ বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে আরও ৬ জন। পুলিশ ২৪ জনকে আটক করেছে।
নিহত হাসেম হালিশহর থানাধীন রঙ্গিপাড়ার বাসিন্দা।
ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন- আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা ওই এলাকায় সাইকেল র্যালী বের করলে সড়ক অবরোধ হয়ে যানচলাচল বাধা হয়ে যায়। এসময় আটকা পড়া এক রিক্সা যাত্রী সড়ক বন্ধ করে সাইকেল র্যালীর প্রতিবাদ জানালে কিশোর গ্যাং এর সদস্যরা তার উপর হামলা চালায়। এঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একজন নিহত ও ৪ জন আহত হয়।
পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ সাইকেল র্যালী বের করলে দুই গ্রুপের মধ্যে সংর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহত যুবক সাউন্ড সিস্টেমস এক কাজ করতো। আটককৃতরা সবাই ছাত্রলীগ নেতাকর্মী।