
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা কাস্টমস মোড় এলাকায় ‘অথৈই ট্রান্সপোর্ট’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।তবে এতে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে আধ ঘণ্টার চেষ্টায় বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার ‘কাস্টমস মোড়ে একটি যাত্রীবাহী বাসের ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ নিমতলা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়নি। এতে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় ও ১৫ লাখ টাকার গাড়ির উদ্ধার করা সম্ভব হয়।’