
মুরগী বহনকারী পিকআপে করে অভিনব কৌশলে পাচারকালে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার) পিস ইয়াবা ও একটি পিকআপসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন কমলমুন্সিরহাট এলাকায় পুলিশ এ অভিযান চালায়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিক রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন- গোপন সংবাদে আমরা জানতে পারি ইয়াবার একটি চালান যাচ্ছে। উক্ত তথ্যের ভিক্তিতে পটিয়া থানা পুলিশের একটি দলতল্লাশি মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে। এক পর্যায়ে ফার্মের মুরগি বহণকারী একটি পিকআপ তল্লাশী করে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় পিকআপের চালক সহকারীসহ ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপটি।
আটককৃত আসামীরা হল-দেলোয়ার হোসেন (২৮), মোঃ জুলহাস (২৪) ও মোঃ স্বপন(২১)।