
মহান স্বাধীনতার ৫০তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে ফোরামের সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী’র পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, ফোরামের সিনিয়র সদস্য নাসিমা আলম, ফোরামের প্রচার ও প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত সদস্য মঈনুদ্দিন খান রাজীব, সদস্য মাহবুব খালেদ, শারমীম নিপু, মনির হোসেন আবির, শহিদুল আলম রনি প্রমুখ।
সভায় আগামী ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার বিকাল ৫টায় নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নগরীর ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে জাতীয় পতাকা হাতে, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে মহামারী করোনা সংক্রমন বৃদ্ধির কথা বিবেচনায় রেখে মাস্ক পরিধান সহকারে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার আহ্বান জানান ফোরামের আহ্বায়ক ও সদস্য সচিব। – প্রেসবিজ্ঞপ্তি