
চট্টগ্রােমর ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকায় সিএনজি, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতদের একজন হলেন, মানিক আচার্য্য (৫০) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কেএ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় সুব্রত আচার্য্য (৬০) ও জোবায়ের (১২) নামে দুইজন গুরতর আহত হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখি সংঘর্ষে দু্ইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি। তাদের একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।