t অভিনেতা শামীমের খোঁজ মিলেছে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অভিনেতা শামীমের খোঁজ মিলেছে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে গাজীপুরের একটি শুটিং বাড়িতে। সেখান থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। জানিয়েছেন শামীমের স্ত্রী আশামনি।

আশামনি জানান, শামীম সুস্থ আছেন। ক্লান্তিতে ঘুমিয়ে পড়া এবং ফোন না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।

মঙ্গলবার সকালে আশামনি বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১১টায় তিনি আমাকে ফোন করে জানান, ভালো আছেন। জার্নির কারণে ক্লান্তি আর সঙ্গে ফোন না থাকায় বাসায় যোগাযোগ করতে পারেননি।’

আরও খবর: ছোটপর্দার অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ

গতকাল (২২ মার্চ) বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে আশামনি জানিয়েছিলেন, একই দিন রাতে সিলেট থেকে ঢাকায় রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ এ অভিনেতা। আরও জানান, সিলেটে শুটিং নিয়ে ঝামেলা হওয়ায় তার ফোন স্থানীয় দুর্বৃত্তরা রেখে দিয়েছে!

স্ত্রী জানান, ২০ মার্চ দিবাগত রাত দেড়টায় ঢাকায় নামেন। এরপর ঘুমিয়ে ছিলেন তিনি! ২১ মার্চ বিকালে শুটিং স্পটে গেছেন। তাহলে গতকাল (২২ মার্চ) পর্যন্ত কি ঘুমিয়ে ছিলেন শামীম- জানতে চাইলে এই কৌতুক অভিনেতার স্ত্রী বলেন, ‘আসলে তিনি ঢাকায় ফিরেই শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলায় চলে যান। কাজের মধ্যে থাকার কারণে ফোন করে আমাদের জানাতে পারেনি। গতকাল ফোন করেও বেশিক্ষণ কথা বলেননি। শুধু জানিয়েছেন, তিনি ভালো ও সুস্থ আছেন। বাসায় ফিরে সব বলবেন।’

গত ২২ মার্চ সন্ধ্যায় শামীম নিখোঁজ দাবি করে আশামনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে গিয়েছেন শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। এমনকি তার ফোনও রেখে দেওয়া হয়। এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়। বলে, সেখানকার থানায় অভিযোগ করেছেন তিনি। ফোন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। এটা ১৯ তারিখের ঘটনা। এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসায়ও ফেরেননি।’

তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা। কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয়ে তার পথচলা শুরু ১৯৯৯ সালে আফসানা মিমি পরিচালিত ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে। এরপর নিয়মিতই নাটকে কাজ করেছেন তিনি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print