
চট্টগ্রামের পতেঙ্গায় মো. শফিকুল ইসলাম প্রকাশ শরিফ (২২) ছুরিকাঘাত করে এক গার্মেন্টস শ্রমিককে হত্যার ঘটনায় পুলিশ মো. এহেসান (২৬) ও মো. বেলাল হোসেন (১৯) নামে দুই এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) নগরীর চান্দগাঁওয়ের আমিনের দোকান ও পতেঙ্গার খেঁজুরতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার এহেসান বাঁশখালীর প্রেমাসিয়ার ফরিদুল আলমের ছেলে এবং বেলাল পতেঙ্গার খেঁজুরতলার মো. মনু মিয়ার ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ বলেন, আমিনের দোকান এলাকা থেকে এহসানকে এবং পতেঙ্গার খেঁজুরতলায় অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গত রবিববার বিকেল ৫টায় পতেঙ্গার র্যাব -৭ এর গলিতে ইসলাম শরীফ (২৪) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
জানাগেছে মো. শফিকুল ইসলাম প্রকাশ শরিফ পোশাক শ্রমিক। তার সাথে একই প্রতিষ্ঠানে চাকরি করা এক সহকর্মীকে সে টাকা ধার দেয়। সেই পাওনা টাকা আনতে গিয়ে খুন হন সহকর্মীদের হাতে। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুনের কাজে ব্যবহৃত ছুরিটাও উদ্ধার করা হয়।