
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে দুটি সিএনচি অটোরিকশার সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও শিশু আদৃশ সৌম ।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব মিলকী জানান, রাঙামাটির চন্দ্রঘোনা এলাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে বালুগুট্টায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের দেওয়া হচ্ছে চিকিৎসা।