
চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের উপর হামলা অভিযোগ ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি দায়ের করেছে পুলিশ বাদী হয়ে।
মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে পুলিশ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করে।
সিএমপির কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও খবর: কাজীর দেউড়িতে বিএনপির সাথে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
এর আগে সোমবার বিকাল নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় বিএনপির নেতাকর্মীরা দুটি মোটরসাইকেলসহ কয়েকটি টং দোকান চেয়ার টেবিল আগুন ধরিয়ে দেয়। কাজীর দেউড়ি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে ব্যাপক ককটেল বিস্ফোরণ হয়।
ঘটনার দুইঘন্টা পর নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকার ট্রিটমেন্ট হাসপাতাল থেকে পুলিশ ডাক্তার শাহাদাত হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করে। ঘটনার সময় একজন সাংবাদিককে আটক করা হলেও পরে রাতে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।
আরও খবর: চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত আটক
ওসি নেজাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দুই মামলায় ইতিমধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগমসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ আদালতে উপস্থাপন করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।