
জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমনে নূর মোহাম্মদ (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জঙ্গল গুনাগরী এলাকায় পাহাড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত নূর মোহাম্মদ উপজেলা কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মৃত আবুল হোসেনের পুত্র।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে পাহাড়ে মরিচ ক্ষেতে কাজ করতে গেলে হঠাৎ বন্যহাতির পাল তার ক্ষেতের দিকে এগিয়ে আসে। তিনি পালাতে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। কৃষককে ধরে ফেলে আছড়ে ছুড়ে মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বাঁশখালী কালীপুর বনবিভাগ রেঞ্জের মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির আক্রমণে উপজেলা কালীপুরে পাহাড়ি এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কৃষি কাজের করতে পাহাড়ে গিয়েছিলেন। আমরা বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।