
গতকাল বুধবার চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জনের শরীরে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ২৬৭ জন এবং উপজেলায় ২০ জন। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২৮৩ জন। এদিকে করোনা আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন ভর্তি হয়েছে নগরীর একটি হাসপাতালে।