
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় এ কে এম জসিম উদ্দিন (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় ফৌজদারহাট-বায়োজিদ বোস্তামী সড়কের (বাংলা বাজার অংশে) ব্রিজের উপর এঘটনা ঘটে। নিহত জসিম চট্টগ্রাম মহিলা বিষয়ক উপ-পরিচালক কার্যালয়ে হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার পদে র্করত ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার পুর্ব মুরাদপুরের পেশকার পাড়া এলাকার মোঃ কবির উদ্দিনের পুত্র।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার মর্গে পাঠিয়েছে।।
স্থানীয়রা জানায়, নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম মহিলা বিষয়ক উপ-পরিচালক কার্যালয় থেকে কাজ শেষ করে বিকেল ৫টার দিকে মোটরসাইকেল যোগে সীতাকুন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন জসিম। সোয়া ৫টার দিকে সে ফৌজদারহাট-বায়োজিদ সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় জসিম।
এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বলেন, ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। আমরা ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করি। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যববস্থা নেওয়া হবে।