
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি:
সাগরে ডুবে যাওয়ার তিনদিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি নৌযান বার্জ “মেসার্স এ বি থ্রি ষ্টার”। অব্যাহত ধমকা বাতাস আর সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সন্দ্বীপ মুখি বিদ্যুতের পিলার বোঝায় করা নৌযান বার্জ “মেসার্স এ বি থ্রি ষ্টার”।
গত বুধবার বিকালে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সীমানার পশ্চিমে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায় এটি।
উল্লেখ, বৈদ্যুতিক পিলারগুলো মেসার্স শুভেচ্ছা ইঞ্জিনিয়ারিং নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠান সন্দ্বীপের মুছাপুর ও মাইটভাংগা ইউনিয়নের জন্য নেয়া হচ্ছিল। চট্টগ্রামের হালিশহরস্থ পি সি পোল থেকে সদরঘাট হয়ে কর্ণফুলী নদী অতিক্রম করে গত ৩০ মার্চ সোমবার সন্দ্বীপের বাউরিয়া ঘাটে পৌছার আগেই প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বার্জ “মেসার্স এ বি থ্রি ষ্টার”।।
সন্দ্বীপ উপকূলের কাছাকাছি পৌছালে বার্জের সাথে থাকা ট্যাগ বোটের তলা ফেটে যায়। ট্যাগ বোটটি বার্জকে ছেড়ে দিয়ে কোন মতে রক্ষা পায়।
অন্যদিকে বৈদ্যুতিক পিলার বহনকারী বার্জটি নদীতে ভাসতে ভাসতে সীতাকুণ্ডে বাড়বকুণ্ড এলাকায় সাগর উপকুলে নোঙর করে। পরদিন ৩১ মার্চ বুধবার বাতাস ও ঢেউ আরও বাড়লে সেদিন বিকালে পিলার ও ক্রেনসহ নৌযানটি নদীতে ডুবে যায়।
এছাড়া বার্জের মধ্যে থাকা সারেং ও ক্রেন অপারেটরসহ ৮ জন ক্রু জেলের নৌকায় উঠে রক্ষা পায়। ডুবে যাওয়ার পর থেকে নৌযানটি উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
মেসার্স শুভেচ্ছা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক রাজিবুল হাসান সুমন বলেন, প্রশিক্ষন প্রাপ্ত ডুবুরিগন বার্জ, ক্রেন ও পিলার উত্তোলনের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। বার্জ ডুবির ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।