
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রথম লকডাউনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইসহাক নুর ফাউন্ডেশনের উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে চট্টগ্রামের আলহাজ্ব ইসহাক নুর ফাউন্ডেশনের উদ্যেগে মাহে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে এসব ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইসহাক নুর ভবন আয়োজিত অনুষ্ঠানে ইসহাক নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমাজ সেবক ও চট্টগ্রাম মহানগর যুুুুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মো. জিয়াউল হুদা, আলহাজ্ব ইদ্রিস মো. নুরুল হুদা, নেছারিয়া আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফ মো. সোলেমান, আলহাজ্ব মো. রফিক রিয়াজুল ইসলাম ভুট্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ধারাবাহিকতায় প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়।