
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেছেন। মামুনুলকে গ্রেফতারের পরপরই তারা মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল বের করেন।
‘মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, হেফাজতের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ স্লোগান দিতে থাকেন। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে শায়খ আল্লামা মামুনুল হক-এর সমর্থক পেইজ থেকে বিক্ষোভের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। মিছিল শেষে মোনাজাত করেন বিক্ষোভকারীরা।