
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭২ জন। এর আগের দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৫ জনে।
গতকাল সোমবার নগরীতে ৭ জন ও উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
এতে বলা হয়- গতকাল সোমবার চট্টগ্রামের ৮টি ল্যাবসহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৫৫৬ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৭ জনের।নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৬৩ জন ও বিভিন্ন উপজেলার ৮৪ জন।এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৪ জন।