
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারের চালের আড়তে অভিযান চালিয়ে ১৩শ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)। এসময় বাহার মিয়া (৪৪) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গভীর রাতে ব্যবসায়ীর গুদামে ঢুকছে সরকারের ৩শ বস্তা চাল। এমন খবরের ভিক্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযানে নামে পুলিশ।
বাজারের আড়তে মাহী ট্রেডিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে পাওয়া গেলো ১৩শ বস্তা সরকারী চাল।
আজ বুধবার দুপুরে এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) মোহাম্মদ আরাফাত।তিনি বলেন,ভারত থেকে খাদ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত চালের ট্রাক বন্দর জেটি খাদ্য অফিস হতে নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে যাওয়ার কথা। কিন্তু সেখানে না গিয়ে পাহাড়তলী চাল বাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্স এর মালিক আব্দুল বাহারের গোডাউনে ঢুকে পড়ে।
গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩শ বস্তা চাল পাহাড়তলী বাজারে প্রবেশের খবরে মেসার্স মাহী ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে দেখা গেছে ওই গুদামে আগে থেকেই মজুদ ছিল আরো এক হাজার বস্তা চাল। সব মিলিয়ে গুদামটি থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিলযুক্ত ১৩শবস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে এতে মোট ৭০ হাজার কেজি চাল রয়েছে। চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।
অভিযানে চাল ব্যবসায়ি বাহার মিয়া (৪৪)কে আটক করা হয়েছে।