
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের প্রায় এক মাস পর আজিজুল হক (২২) নামে এক ট্রাক চালকের লাশ পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ২৫ মার্চ থেকে তার নিজের মিনি ট্রাকসহ আজিজুল হক নিখোঁজ হয়।
তার বাবা আবদুল হাকিম জানান, কয়েকদিন আগে গ্রামের লোকজন কক্সবাজারের রামু থানা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার এবং ২ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
পরে ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার পোমরা হাজিপাড়া এলাকার মো. নিজাম (৩০) নামে একজনকে সন্দ্বীপ থেকে গ্রেফতার করার পর তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পোমরা চৌধুরীখীল নাজিম প্রফেসার বাড়ির পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে চালক আজিজের গলিত লাশ উদ্ধার করা হয়।
সে পুলিশের কাছে স্বীকার করেছে আজিজুল হককে হত্যার পর ট্রাকটি লুট করে নেয়া হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নিজাম পোমরা হাজিপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। তাদের নিজ বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার হাজিপাড়ার পাহাড়ি এলাকায় নিজস্ব ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
অন্যদিকে উদ্ধারকৃত ট্রাক চালক আজিজ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার আবদুল হাকিমের ছেলে।