
হঠাৎ করে হেফাজতে ইসলামের কমিটি ভেঙ্গে দেয়ার ঘোষনার পরপরই তৎপর হয়ে উঠেছে হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম আহমদ শফী পন্থিরা। তারা ঘোষণা করেছে খুব শীঘ্রই আসছে আল্লামা আহমদ সফির আদর্শের গড়া হেফাজতের নতুন কমিটি।
মামলা, হামলা ও কেন্দ্রিয় নেতাদের গ্রেফতার ও কাওমী মাদ্রাসা গুলোতে ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর আজ রবিবার রাত ১১টায় হেফাজতের বাবু নগরীর নেতৃত্বে ৪ মাস আগে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা দেন কেন্দ্রিয় আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী। ফেসবুক লাইভে এসে ১ মিনিট ১৭ সেকেন্ডের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক লাইভে বাবু নগরীর কমিটির ভাঙার ঘোষণা দেয়ার প্রায় এক ঘন্টা পরই হেফাজতের প্রথম কমিটির যুগ্ম মহাসচিব শফী পন্থী মাওলানা মাঈনুদ্দীন রুহী নিজের ফেসবুক বার্তায় নতুন কমিটির কথা ঘোষণা দিয়েছেন।