
২০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে মন্টু (৩০)। রবিবার গভীর রাতে নগরীর চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাকি দুইজন হলেন- মাহফুজুর রহমান সামিন (২১) ও রায়হান খালেদ (৩০)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ৬ এপ্রিল মাদক বিক্রেতা মন্টুকে গ্রেফতার করা হয়। এসময় পালানোর জন্য সে দুই পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহত করে। সেই মামলায় ৮ দিন কারাগারে থেকে ১২ দিন আগে জামিনে বের হয়। বের হয়েই আবারও ইয়াবা বিক্রি শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মন্টুর বিরুদ্ধে ২ টি ও সামিনের বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।