
নগরীর পাহাড়তলী থানার সামনে পারিবারিক বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কায়সার নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটেছে। এর আগে দুই পরিবারের মধ্যে দিনভর ঝগড়া হয়েছিল।
নিহত কাউসার স্থানীয় বাসিন্দা ও রেলওয়ের সাবেক কর্মচারী জমির আহমদের দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে জানাগেছে।
নিহত কায়সারের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ হোসেন যুবলীগের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এর আগে ২৭ মার্চ আমাদের অপর ভাই মাইনুদ্দিন উজ্জলকে ছুরিকাঘাত করা হয়েছি।
এদিকে ঘটনার পরপরই পাহাড়তলী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
এ ব্যাপারে পাহাড়তলী থানার সি ইমাম হোসেন পাঠক ডট নিউজকে বলেন পারিবারিক জায়গা সম্পদ নিয়ে সৎ ভাই বোনদের বিরোধের কারণে দুই পরিবারে ঝগড়ার মধ্যে বড় ভাইয়ের ছুরিকাঘাতে সৎ ভাই খুন হয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় বৈঠব বরে মিমাংসার চেষ্টা করেছে পুলিশ। হত্যাকাণ্ডে পরপরই বড় পরিবারের ৩ ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানান ওসি।