ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় মৃত শ্রমিক পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে: তোতন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে সকল শ্রমিক সংগঠন গুলোকে একসাথ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এস কে খোদা তোতন। তিনি বলেছেন- করোনায় আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু হলে তাদের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

আজ শনিবার (১মে) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় মারা গেলে তাদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। এক্ষেত্রে পোশাক শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের ক্ষেত্রেই ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্রগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জনাব জাফর আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব এস কে খোদা তোতন, বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্রগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃমোস্তফা কামাল তালুকদার এবং বাংলাদেশ শ্রমিকলীগ চট্টগ্রাম পাহাড়তলী থানার সভাপতি জনাব নাছির উদ্দিন ভুলু।

সভায় এস কে খোদা তোতন বলেন, বাংলাদেশের সকল মানুষ এক ভয়ঙ্কর মহামারি করোনার দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। এই বৈশ্বিক মহামারিতে সবচাইতে বেশি সংকট, দুঃখ, কষ্ট, দুর্দশা, বিপর্যয়, অসহায়, নিরুপায় অবস্থার মধ্যে পতিত হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী-মেহনতি মানুষ। শ্রমজীবী, কর্মজীবী মানুষরাই করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে আয় সংকট, খাদ্য সংকট ও চাকরিহীনতার ঝুঁকির মধ্যে অমানবিক জীবনযাপন করছে।

করোনার এই দুর্যোগেও শ্রমিক মেহনতি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা অব্যাহত রেখেছে। অথচ তাদের জীবন ঝুঁকিমুক্ত ও নিরাপদ হয়নি। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের দেওয়া ওয়াদা রাখেনি। লকডাউনে ৩/৪মাইল হেঁটেই তাদের অধিকাংশকে কারখানায় আসতে হয়। তাদেরকে ন্যূনতম ঝুঁকিভাতাও দিচ্ছে না।

আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন,মে দিবসে আমাদের একটাই দাবি রানা প্লাজা থেকে বাঁশখালী পর্যন্ত যত শ্রমিক হত্যা করা হয়েছে প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার চাই এবং তাদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ চাই।

সভায় আর উপস্থিত ছিলেন আব্দুল মালেক,মোঃ ইমন হোসেন, আব্দুল মালেক, মিঠু,ওমর ফারুক, মোঃ সুমন, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, মোঃ ইব্রাহীম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print