
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের একটি গুদাম থেকে টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। খোলাবাজারে বিক্রি না করে এসব পণ্য অবৈধভাবে মজুত করা হয়েছিল। মজুদকৃত পণ্য জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে বুড়িশ্চর এলাকার আবু তাহের মার্কেটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। খোলাবাজারে বিক্রির জন্য সরকারের বরাদ্দ করা টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সঠিকভাবে বিক্রি না করে বেশিদামে বিক্রির জন্য গুদামে মজুদ করে রাখার অভিযোগে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, বুড়িশ্চর ইউনিয়নের আবু তাহের মার্কেটের একটি গুদাম থেকে টিসিবির ডিলার মেসার্স আমানত স্টোরের ২৮২ লিটার সয়াবিন তেল, ২০ কেজি চিনি ও ৭০ কেজি চনাবুট জব্দ করা হয়েছে।
ইউএনও জানান, সরকারের ন্যায্যমূল্যের এসব খাদ্যপণ্য বিক্রি না করে গুদামে মজুত করায় মজুতকারী ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং তার ডিলারশীপ বাতিলের জন্য টিসিবিকে চিঠি দেয়া হবে।