
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসায় নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ। ইসরাইলের জেরুসালেম দিবস উদযাপনের মুহূর্তে সোমবার সকালে মসজিদে অবস্থানকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির কাছে হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসরাইলের নতুন এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের কর্মীদের মসজিদুল আকসায় প্রবেশে বাধা দেয়া হয়েছে।
