
চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুস্থ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার নগরীর কাজীর দেউরী জেলা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয় কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ সহ-সভাপতি আজম খান, মোহাম্মদ বেলাল, স্বপন, মাসুদ, মহিন, ইসমাইল অন্যান্য সদস্যবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মাঈন উদ্দিন চৌধুরী মিন্টু।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক দুস্থ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী ও উপহার তুলে দেয়া হয়।
