
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ৫নং মোহরার কামাল বাজারে আজিম গ্রুপের শ্রমিকবাহী বাসের ধাক্কায় মমতাজ বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছে।এসময় আরও ৪ নারী আহত হয়।আহতরা হলো, হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), তানিয়া আক্তার (২৪), কুলসুমা বেগম (২২)।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়াবলেন, একটি মিনিবাসের ধাক্কায় আহত ৫ নারীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। চার আহত নারীকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।