ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়েটে জ্বালানি শক্তি বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

4-1
.

বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (সেক্রেটারি ইনচার্জ) ড. আহমদ কায়কাউস বলেছেন, উন্নত দেশ গড়তে নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরি করতে হবে। আমাদের প্রচুর জ্বালানি সম্পদ আছে, এ খাতে অগ্রসর হওয়ার অনেক সুযোগও আছে। সুতরাং আমরা এখন জ্বালানি সক্ষমতা তৈরি করতে পারি। তবে সম্পদই শেষ কথা নয়, প্রয়োজন আইডিয়া। আইডিয়া জেনারেট করে আমরা ভবিষ্যতে আরো সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। টাকা বা খ্যাতির জন্য নয়, দেশের জন্য কাজ করে যেতে হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর সুফল ভোগ করা যায়। দেশের উপকারে আসবে এমন গবেষণা চালিয়ে যেতে হবে।

তিনি আজ ২৮ নভেম্বর সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘এনার্জি স্ট্যাটাস ইন বাংলাদেশ এন্ড রিসেন্ট এডভান্সেস ইন রিনিউএবল এনার্জি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

3-2
.

ড. আহমদ কায়কাউস আরো বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যারা বলেছিল স্বাধীনের পর বাংলাদেশ মরে যাবে, তাদের কথা ভুল প্রমাণ করেছি আমরা। বরং এ উপমহাদেশের দেশগুলোর মধ্যে অনেক সূচকে আমরা এগিয়ে। আমরা ছোট বেলায় যেভাবে জীবনধারণ করেছি এ সময়ের ছেলেমেয়েরা সেভাবে নয়, আরো বহু উন্নত জীবনযাপন করতে পারছে। আমরা যেমন বলি আমার সন্তান থাকুক দুধে-ভাতে, ঠিক সেভাবে এখন উন্নত দেশ গড়ার মিশন ও আইডিয়া নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, জ্বালানি দেশের উন্নয়নের চাবিকাঠি। তাই আমাদেরকে জ্বালানি নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে উন্নত দেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় শেষ। এখন আমাদের নতুন উৎস খুঁজতে হবে। নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস। যা ব্যবহার করে আমরা উন্নত দেশ গড়তে পারি।

চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, পিডিবি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্র-এর সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। সভাপতিত্ব করেন আইইটি’র পরিচালক অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্কশপের কো-চেয়ারম্যান এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন আইইটি’র শিক্ষক মিসেস সাদিয়া তাসনিম মৌরি।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print