
চট্টগ্রামে কম নমুনা পরীক্ষায় কমেছে করোনা শনাক্তের সংখ্যাও।বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮৭ জন।মৃতদের মধ্যে নগরীর ৩ জন ও উপজেলার ২ জন রয়েছে।
গতকাল সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে ৪১৩ টি নমুনা পরীক্ষায় ৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬২ জন ও বিভিন্ন উপজেলার ৮ জন।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।