
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার (২৬ মে) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে থানার ফ্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় হাজী ইমাম উদ্দিনের কলোনির হাজী ইমাম বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু (২৮), শিপন (৩০), লামিয়া (৩) ও জিহাদ (৬)। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, গতরাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।
অগ্নিদগ্ধদের মধ্যে নাজু ও মো. রায়েল, স্বামী-স্ত্রী। জিহাদ ও লামিয়া তাদের ছেলে-মেয়ে এবং শিপন রায়েলের ভাই বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, গতরাত ৩ টার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে দেন।’