
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন মদনহাট এলাকায় অবৈধভাবে সরকারি পুকুরে ভরাটের অভিযোগে এসএল গ্রুপকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উক্ত জরিমানা করেন।
অভিযোগ রয়েছে, রাতের আঁধারে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট উচু ব্রিজের পূর্ব পাশে বড়পুকুর নামে পরিচিত একটি সরকারি পুকুর এসএল গ্রুপের মোঃ লোকমান নামের এক ব্যক্তি অবৈধভাবে মাটি ভরাট করে দখলের চেষ্টা করে।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল ইসলাম বলেন, মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ এ সময় পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া যায়। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারার অপরাধ। এ অভিযোগে মোঃ লোকমান হোসেনকে ১৫(১) ধারা অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এ ব্যাপারে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অবগতপূর্বক অনুরোধ করা হবে৷ সড়ক ও জনপথের দখলের বিষয়ে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। অভিযুক্তদের পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় এবং ভরাটকৃত অংশে কোন বাণিজ্যিক কার্যক্রম করবে না বলে তারা মুচলেকা প্রদান করেন।