ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে করোনায় মারা গেলেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. মর্তুজা হারুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও এক চিকিৎসক। ডা. এ এ গোলাম মর্তুজা হারুন নামে এই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় নগরীর সিএসসিআর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (২৯ মে) বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডা. এ এ গোলাম মর্তুজা হারুন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা এবং বেসরকারী শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

শেভরনের জেনারেল ম্যানেজার পুলক পাড়িয়াল জানান, গত ১২ই মে ডা. গোলাম মর্তুজা হারুনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। গত ২২শে মে তিনি কোভিড নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তার ফুসফুসের সংক্রমণ আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

ডা. মর্তুজা হারুন দীর্ঘদিন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক মানের শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি। রোগ নির্ণয়ে আধুনিক এই ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। চট্টগ্রামে প্রথম বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষাগার প্রতিষ্ঠা হয়েছে তাঁর হাত ধরে। যেখানে প্রবাসী বিমানযাত্রীরা কম সময়ে সনদ নেয়ার সুযোগ পাওয়ায় অনেকের দুর্ভোগ লাঘব হয়েছে।

নোমানের শোক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে চট্রগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা,বিএমএ ও ড্যাব চট্রগ্রামের সাবেক সভাপতি, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান বলেন, ডাক্তার গোলাম মর্তুজা হারুন অত্যন্ত মার্জিত ও মানবিক গুনাবলীতে পরিপূর্ণ একজন উদার মনের মানুষ ছিলেন। চট্রগ্রামের সব চিকিৎসকদের সাথে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print