ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই মাস পর দলীয় কার্যালয়ে ডা. শাহাদাত হোসেন (ভিডিও)

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দীর্ঘ ২ মাস পর চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবন নেতাকর্মীদের পদচারণায় আবারও সরব হয়ে উঠেছে।

কারাগার থেকে মুক্তি পেয়ে আজ শনিবার দলীয় কার্যালয়ে যান নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

বিএনপি নেতারা দাবী করেন পুলিশ আজ শনিবার (২৯ মে) সকালে তালা খুলে নিলে বেলা সোয়া ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন নগর বিএনপির আহবায়ক ড: শাহাদাত হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা।

.

এদিকে দীর্ঘ ২ মাস পর আবার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হলো চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়। এর আগে নগরীর নাসিমন ভবনস্হ বিএনপি অফিসে ২৯ মার্চ তালা ঝুলিয়েছিল পুলিশ। দুই মাস পর ২৯ মে সে তালা খুলে দেওয়া হয় বলে জানান নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

তিনি বলেন, পুলিশ গত ২৯ মার্চ থেকে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল পুলিশ। মাঝে একবার নেতা সে তালা ভেঙ্গে ফেললে পরদিন আবার তালা লাগিয়ে দেয় কোতোয়ালী থানা পুলিশ।

 

ডা: শাহাদাত হোসেন ভাই জামিনে মুক্তি পাওয়ার পর আজ তা খোলার জন্য উদ্যোগ নেন। পরে পুলিশের সাথে আলোচনার প্রেক্ষিতে আজ (শনিবার) সকাল ১০টায় পার্টি অফিসে লাগানো তালা খুলে নিয়ে যায় পুলিশ। এরপর বেলা সোয় ১২টার দিকে আমরা পার্টি অফিসে প্রবেশ করি।

তবে বিএনপির এ দাবী অস্বিকার করে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, পুলিশ বিএনপি অফিসে তালা লাগায়নি এবং খুলেও দেয়নি। এটা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে এক গ্রুপ তালা মেরে দিয়েছিল। তিনি বলেন, ডা. শাহাদাত গ্রুপের সাথে আবুল হাসেম বক্করের অভ্যন্তরীণ বিরোধ চলছে। বক্কর গ্রুপে অফিসে তালা দিয়েছে বলে আমরা জেনেছি।

এদিকে আজ তালা খোলার পর কার্যালয়ে প্রবেশ করেই দলের প্রতিষ্ঠাতা জিয়ারউর রহমানের মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, উপস্হিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজসহ নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, মোদিবিরোধী বিক্ষোভে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে গত ২৯ মার্চ দুপুর ৩টা থেকে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print