
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জালাল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ মে) দুপুর পৌনে ১টায় ষোলশহর গ্যাস পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।মৃত জালাল হোসেন ওই এলাকার মাস্টার কলোনির মো. আমীর হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি আগে থেকে অসুস্থ ছিল। আজ দুপুরে পুকুরে গোসল করতে নামলে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।