
মালয়েশিয়া নেয়ার কথা বলে দালালরা ১০ রোহিঙ্গা নারী শিশুকে চট্টগ্রামের মীরসরাইতে নামিয়ে দিয়েছে। এসময় পুলিশ তাদের আটক করেছে। আটক করা হয়েছে ৩ পাচারকারী ৩ দালালকে।
গতকাল রবিবার (৩০ মে) দিনগত মধ্যরাতে তাদের উপজেলার ইছাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ এদের আইনের আওতায় নিয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন- নুরজাহান বেগম (২০), রেহানা আখতার(১৯), আছিয়া বেগম (১৮), নুর খাইনাছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান ( ১০), জান্নাতুল নাঈমা (৮), জেসমিন আক্তার (১২)।
এদিকে আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।
জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, তাদের মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। পরে সমুদ্রের বিভিন্ন দিক ঘুরিয়ে নামিয়ে দেন দালালেরা।
এ ঘটনায় আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে ও প্রাপ্তবয়স্ক সাত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে বৈদেশিক নাগরিকতা–সম্পর্কিত আইনে (১৯৪৬) দুটি মামলা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন দালাল মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
আজ সোমবার সবাইকে আদালতে পাঠানো হয়। রোহিঙ্গাদের আটকের পর উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি নুর হোসেন।