ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোটরসাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভ: দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক, ভিডিও ভাইরাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম কক্সবাজার সড়কে মোটরসাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভে এসেছিলেন এক যুবক। এমন বিপজ্জনক লাইভে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণটাই হারালেন তিনি। লাইভে দেখা গেছে দুর্ঘটনার সেই দৃশ্য। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে লোহাগাড়া পদুয়া বার আউলিয়া দরগাহ্ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার নাম মো. রিদুওয়ান (২৫)। নিহত রিদুওয়ান সাতকানিয়া উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ওই যুবক। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের কিছু অংশের ভিডিও ভাইরাল হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থেকে লাইভটি করা হচ্ছিল।

ভিডিওতে দেখা গেছে, সিএনজি চালিত অটোরিকশা, বাসকে ওভারটেক করে সামনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে একটি মোটরসাইকেল। বৃষ্টি হওয়ার কারণে সড়কের জায়গায় জায়গা পানি জমে আছে। এক সময় উল্টোদিক থেকে আসা একটি বাসের জন্য কমগতিতে চলা আরেকটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা লাগে লাইভে থাকা গাড়িটির। এতে আরোহীসহ লুটিয়ে পড়ে মোটরসাইকেলটি। ওহ আল্লাহ বলে কেউ একজন আর্তনাদ করে উঠে।

এ সময় আশপাসের লোকজন ও পথচারীরা দৌড়ে আসেন। কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, দ্রুত মেডিকেলে নেন। দু-একজনকে মোবাইল ফোনে যে বিষয়ে যোগাযোগ করতে দেখা যায়।

জানা গেছে, বার আউলিয়া গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন ও মো. মহিউদ্দিন নামে আরও দুই যুবক।

তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে রেফার করে। তবে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারান রিদওয়ান

নিহতের ভাই ইলিয়াস জানান, রিদওয়ানসহ ৩ বন্ধু মোটরসাইকেলে করে সাতকানিয়া থেকে লোহাগাড়ার বড়হাতিয়ায় এক আত্মীয় বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বার আউলিয়া দরগাহ্ এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখি স্টার লাইন পরিবহনের একটি বাসের (ঢাকামেট্রো- -ব ১৫-৫২৮২) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print