
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতলি এলাকায় স্বামীর সাথে অভিমান করে শিরিন আক্তার (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৩ জুন) ভোরে জসিম কলোনির ভাড়া বাসায় এ আত্নহত্যার ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, শিরিন আক্তারকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।